Sambad Samakal

Puri Jagannath Temple: কবে খুলবে জগন্নাথের রত্ন ভাণ্ডার, রথের আগের দিন বৈঠকে কী সিদ্ধান্ত?

Jul 6, 2024 @ 3:47 pm
Puri Jagannath Temple: কবে খুলবে জগন্নাথের রত্ন ভাণ্ডার, রথের আগের দিন বৈঠকে কী সিদ্ধান্ত?

কবে খুলবে পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার? শনিবার রথের আগের দিন জানা গেল নতুন আপডেট। জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার খোলার বিষয়ে ওড়িশার মুখ্যমন্ত্রীর তৈরি করা হাই-পাওয়ার কমিটি এদিন বৈঠকে বসে। সেখানে ঠিক হয় আগামী ৯ তারিখ, মঙ্গলবার রত্ন ভাণ্ডারের চাবি আনা হবে। পুরনো চাবিতে রত্ন ভাণ্ডার খোলা না গেলে, ভাঙা হবে তালা।

সূত্রের খবর, রথের পর থেকে উল্টোরথের মধ্যেই রত্ন ভাণ্ডার খোলার চেষ্টা করা হচ্ছে। ওই সময়েই খতিয়ে দেখা হবে জগন্নাথ দেবের রত্ন ভাণ্ডারে থাকা মণিমাণিক্য। তবে শেষ পর্যন্ত আদৌও কবে রত্ন ভাণ্ডার খোলা হয়, সেই দিকেই নজর রয়েছে সকলের।

Related Articles