Sambad Samakal

Sovan Chatterjee: তৃণমূলে ‘ঘরওয়াপসি’ শোভনের! একুশের মঞ্চেই যোগদানের সম্ভাবনা!

Jul 6, 2024 @ 10:25 am
Sovan Chatterjee: তৃণমূলে ‘ঘরওয়াপসি’ শোভনের! একুশের মঞ্চেই যোগদানের সম্ভাবনা!

তৃণমূল কংগ্রেসে ‘ঘরওয়াপসি’ হতে চলেছে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জীর! সম্প্রতি তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে এই বিষয়ে কথাবার্তা শুরু হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, দক্ষিণ কলকাতার এক নেতাকে নিয়ে শোভন চ্যাটার্জীর বাড়িতে গিয়েছিলেন কুণাল। তখনই পুনরায় দলে ফেরার ও একুশে জুলাইয়ের মঞ্চে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন শোভন।

এই বিষয়ে কুণাল ঘোষ জানান, “শোভন চ্যাটার্জী দলের পুরনো সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থাশীল। সাময়িক ভুল বোঝাবুঝি বা যে কোনও কারণে ও বিজেপিতে যেগ দিয়েছিল। কিন্তু ওখানে মানিয়ে নিতে না পেরে ফিরে এসেছে। ও দলীয় বৃত্তের মধ্যেই রয়েছে। দলে কীভাবে ফিরবে বা ফিরলে কী কাজ করবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শীর্ষ নেতৃত্ব।”

ওয়াকিবহাল মহলের একাংশের মতে, শোভন চ্যাটার্জী দলে ফেরাতে সেভাবে আপত্তি নেই শীর্ষ নেতৃত্বের। ইতিমধ্যেই প্রাথমিক কথাবার্তাও শুরু হয়েছে। সম্ভবত একুশে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পুনরায় তৃণমূলে প্রত্যাবর্তন হতে চলেছে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়রের।

Related Articles