রবিবার রথকে কেন্দ্র করে ভক্তদের ঢল পুরী-মাহেশে। এদিন সকাল থেকেই একের পর এক পূজা-উপাচার চলছে পুরী ও মাহেশে। বিকেলেই টান পড়বে রথের রশিতে।
পুরীর রথ উৎসবে যোগ দিতে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অন্যদিকে, ন’শ বছর ধরে একই কাঠামোতে পূজার্চনা চলছে শ্রীরামপুরের মাহেশে। রথের রশিতে টান দিতে ভিড় জমিয়েছেন হাজার হাজার মানুষ।