লাগাতার বর্ষণে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গ। সিকিম ও বাংলার মধ্যে সংযোগকারী রাস্তা প্রায় বন্ধ। এই পরিস্থিতিতে এই ভয়াবহ বিপর্যয়ের জন্য সরাসরি কেন্দ্রকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করে মমতা অভিযোগ করেন, “ভূটান থেকে জল আসছে, আর তাই বাংলাকে ভুগতে হচ্ছে। বারবার বলা সত্ত্বেও বাংলার গঙ্গা ভাঙন রোধে এক পয়সাও খরচ করেনি কেন্দ্র। ডিভিসি যখন খুশি জল ছেড়ে দেয়, ফলে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। রাজ্যকে কিছুই জানায় না। এমনকী আত্রেয়ী নদীর ওপরে বাঁধ তৈরির সময়ও রাজ্যকে কিছুই জানানো হয়নি। উত্তরবঙ্গের মানুষের সঙ্গে রাজ্য সরকার আছে। ত্রাণ সহ সমস্ত রকমের পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি রয়েছে প্রশাসন।”