সোমবার সকাল থেকে পুরীতে শুরু হল দ্বিতীয় দিনের রথযাত্রা। পুরীর মন্দিরের ঠিক বাইরে থাকা জগন্নাথের রথের রশিতে টান পড়ে এদিন। কারণ রবিবার বিকেল ৫টার পরে রথযাত্রা শুরুর কিছুটা পরেই থেমে যায় যাত্রা।
এদিন সকালে রথের মধ্যেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিশেষ মঙ্গলারতি হয়। রথযাত্রায় সামিল হতে আসা ভক্তদের ভিড়ে এই মুহূর্তে পুরীতে কার্যত তিলধারণের স্থানও নেই। সোমবারও সারাদিন ধরে চলবে পুরীতে চলবে রথযাত্রা উৎসব।