Sambad Samakal

Sandeshkhali: সন্দেশখালি কাণ্ডে তদন্ত চালাবে সিবিআই! কী নির্দেশ সুপ্রিমকোর্টের?

Jul 8, 2024 @ 2:22 pm
Sandeshkhali: সন্দেশখালি কাণ্ডে তদন্ত চালাবে সিবিআই! কী নির্দেশ সুপ্রিমকোর্টের?

সন্দেশখালি ও রেশন দুর্নীতি কাণ্ডে সিবিআই তদন্তের বিরোধীতা করে দেশের সর্বোচ্চ আদালতের দারস্থ হয়েছিল রাজ্য সরকার। সোমবার সেই মামলার শুনানিতে সুপ্রিমকোর্টে কার্যত ধাক্কা খেল রাজ্য।

এদিন সুপ্রিমকোর্ট স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, সন্দেশখালিতে ইডি আধিকারিকদের ওপরে হামলা সহ রেশন দুর্নীতির সমস্ত মামলাতেই তদন্ত চালাবে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। মোট ৪৩টি দায়ের হওয়া এফআইআর-এর ভিত্তিতে চলবে তদন্ত। রাজ্য সরকার কেন অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহানকে দীর্ঘদিন গ্রেফতার করেনি ও এখনও কেন বাঁচাতে চাইছে, সেই প্রশ্নও তোলেন বিচারপতি। যদিও রাজ্যের যুক্তি ছিল, রেশন দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ। তাই নতুন করে কেন্দ্রীয় এজেন্সির তদন্তের প্রয়োজন নেই। তবে এই যুক্তি খারিজ করে দেয় সুপ্রিমকোর্ট।

Related Articles