রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগে কাটছে জট! রাজ্য ও রাজ্যপাল সংঘাতের মধ্যেই জটিলতা কাটাতে সোমবার বড়সড় নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত।
জানা যাচ্ছে, এদিন সুপ্রিমকোর্টের তরফে প্রাক্তন বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বে একটি সার্চ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। ওই সার্চ কমিটি উপাচার্য নিয়োগের জন্য বিজ্ঞাপন দেবে। এরপরে বিশ্ববিদ্যালয়পিছু ৩ জন সম্ভাব্য উপাচার্যের নামের তালিকা পাঠাবে মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রীর অনুমতিক্রমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়োগ করবেন রাজ্যপাল।