ফের নিয়োগের দাবি বিক্ষোভ চাকরিপ্রার্থীদের! ব্যাপক ধ্বস্তাধস্তি পুলিশের সঙ্গে! সোমবার করুণাময়ী মেট্রো স্টেশনে জমায়েত করে বিকাশ অভিযান শুরু করেছিলেন ২০২২ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। শুরুর আগেই তাঁদের আটকে দেয় পুলিশ। প্রিজন ভ্যানে চাপিয়ে বিক্ষোভকারীদের নিয়ে যাওয়া হয় থানায়।
বিক্ষোভকারীদের অভিযোগ, ২০১৭ সালের দীর্ঘ ৫ বছর পরে ২০২২ সালে টেট পরীক্ষা হয়। সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে ২ বছর কেটে গেলেও ইন্টারভিউর জন্য ডাক আসেনি। অবিলম্বে শূন্যপদের সংখ্যা প্রকাশ করে নিয়োগ শুরুর দাবি জানান চাকরিপ্রার্থীরা।