আলু-পেঁয়াজ-সহ বাজারের সমস্ত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি রোধে মঙ্গলবার নবান্নের বৈঠক থেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী পুলিশ-প্রশাসন ও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে গঠিত স্পেশাল টাস্ক ফোর্সকে বেঁধে দিলেন ডেডলাইনও!
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “বেশি লাভের আশায় ইচ্ছে করে কৃত্রিম চাহিদা তৈরি করা হচ্ছে বাজারে। কিছু মুনাফাখোর, দালালের জন্য এসব বরদাস্ত করা হবে না। এই মুহূর্তে ৪৫ লক্ষ মেট্রিল টন আলু কোল্ড স্টোরেজে আছে। বড় ব্যবসায়ীরা আলু আটকে রেখেছে। রাজ্যের সুখসাগরে উৎপাদিত পেঁয়াজ না কিনে কেন, নাসিক থেকে পেঁয়াজ আনা হবে! ২৫ শতাংশ রেখে বাকিটা বাজারে ছেড়ে দিতে হবে। পুলিশ, এনফোর্সমেন্টকে বাজারে রেইড করতে হবে। কেন্দ্র কিছু করছে না। বাজারের দাম নিয়ন্ত্রণ করা কেন্দ্রের কাজ, রাজ্যের কাজ নয়। তাও জনগণের কথা ভেবে রাজ্য সরকার পদক্ষেপ করছে।”
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, আগামী দশ দিনের মধ্যে দাম নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে। প্রতি সপ্তাহে দাম নিয়ন্ত্রণের পরিস্থিতি যাচাই করতে মুখ্যসচিবের নেতৃত্বে বৈঠক করতে হবে। সেই অনুযায়ী রিপোর্ট জমা দিতে হবে মুখ্যমন্ত্রীর কাছে।”