চোর সন্দেহে যুবককে থানায় তুলে এনে বেধড়ক মারধর! জামিন পাওয়ার পরে অসুস্থ হয়ে মৃত্যু যুবকের! চাঞ্চল্য কর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাট ঢোলাহাট থানা এলাকায়।
জানা যাচ্ছে, গত ২ তারিখ কাকার বাড়িতে চুরি করেছে এই সন্দেহে যুবককে থানায় তুলে নিয়ে আসা হয়। লকআপে রেখে ব্যাপক মারধর করা হয়। এমনকী ইলেকট্রিক শকও দেওয়া হয় বলে অভিযোগ। দিন কয়েক পরে জামিনে ছাড়া পাওয়ার পরে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তিলজলার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। এদিন রক্ত-বমি করে ওই যুবকের মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, পুলিশি অত্যাচারের জেরেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে। এই অভিযোগে ঢোলাহাট থানার সামনে ব্যাপক বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা।
সুন্দরবন পুলিশ জেলার এসপির কাছে অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা। যদিও পুলিশের দাবি, আদালতে পেশোর সময়ে যুবকের কোনও শারীরিক অসুস্থতা ছিল না। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মৃতদেহ।