ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব পদ থেকে ইস্তফা দিচ্ছেন জয় শাহ! ভারতীয় দলের বিশ্বজয়ের পরেই তুঙ্গে উঠেছে জল্পনা! জানা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব পদ থেকে ইস্তফা দিলেও, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার আরও উচ্চপদে আসীন হওয়ার লক্ষ্য রয়েছে জয় শাহের।
সূত্রের খবর, চলতি বছরের নভেম্বর মাসে আইসিসি চেয়ারম্যান পদের জন্য নির্বাচন হতে চলেছে। তারআগেই ভারতীয় বোর্ডের পদ থেকে ইস্তফা দিয়ে আইসিসির নির্বাচনে দাঁড়াতে পারেন জয় শাহ। যদিও এই বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি তিনি।