Sambad Samakal

Kunal-Kalyan: মানিকতলায় ভোটের আগে কুণালকে ফোনে ‘ঘুষ’-এর প্রস্তাব কল্যাণের!

Jul 9, 2024 @ 4:30 pm
Kunal-Kalyan: মানিকতলায় ভোটের আগে কুণালকে ফোনে ‘ঘুষ’-এর প্রস্তাব কল্যাণের!

আগামীকাল ১০ জুলাই, বুধবার উত্তর কলকাতার মানিকতলায় উপনির্বাচন। আর তারআগেই বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের বিরুদ্ধে কার্যত বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ! ফোন করে কুণালকে ‘ঘুষ’-এর প্রস্তাব দিয়েছেন কল্যাণ! এমনই দাবি মানিকতলা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কনভেনরের।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল-রেকর্ডিং শুনিয়ে কুণাল ঘোষ অভিযোগ করেন, তাঁকে সরাসরি ফোন করেছিলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। নির্বাচনে বিজেপির হয়ে কাজ করলে, সর্বভারতীয় বা রাজ্য স্তরে কুণালকে স্থান করে দেওয়ার প্রস্তাব দেন কল্যাণ। কুণালের ভাষায় এই প্রস্তাব আদতে ‘ঘুষ’। নিজের দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বিজেপির হয়ে কাজের জন্য পুরস্কারের টোপ।

কুণাল দাবি করেন, সবিনয়ে তিনি কল্যাণ চৌবের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। প্রয়োজনে এই ফোন কলের বিষয়ে কল্যাণ সিবিআইয়ের দারস্থ হলেও তিনি সবরকমের সহযোগিতা করতে রাজি। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমেও কুণালের পোস্ট করা অডিও রেকর্ডিং ভাইরাল হয়েছে। যদিও এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে বা দলের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

Related Articles