Sambad Samakal

Kunal-Kalyan: “ঘুষ” অভিযোগে কল্যাণের সাফাই নিয়ে পাল্টা কী দাবি কুণালের?

Jul 9, 2024 @ 8:39 pm
Kunal-Kalyan: “ঘুষ” অভিযোগে  কল্যাণের সাফাই নিয়ে পাল্টা কী দাবি কুণালের?

মানিকতলা উপনির্বাচনে ভোটগ্রহণের ঠিক আগের দিন তৃণমূল নেতা কুণাল ঘোষ ও বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে কার্যত সম্মুখসমরে অবতীর্ণ হয়েছেন। ফোন করে ‘ঘুষ’ দেওয়ার অভিযোগে সরাসরি কল্যাণকে নিশানা করেছিলেন কুণাল। আর তারপরেই পাল্টা সাংবাদিক সম্মেলন করে জবাব দিলেন কল্যাণ চৌবে।

কুণালের ‘ঘুষ’ অভিযোগ উড়িয়ে কল্যাণ বলেন, “আমি এক জন প্রার্থী হিসাবে সবার কাছেই গিয়েছি, সাহায্য চেয়েছি। ওঁকেও সেই ভাবেই ফোন করেছিলাম। তবে কোনও ঘুষের প্রস্তাব দিইনি। বরং উনিই এক সপ্তাহ আগে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। জানিয়েছিলেন তিনি বিজেপির নেতৃত্বের সঙ্গে বসতে চান। উনি বহু বার আমার বাড়িতে এসেছেন। ২০১৯-এ বিজেপিতে যোগ দিতেও চেয়েছিলেন। সেই সূত্রেই আমি ওঁর সঙ্গে কথা বলি। কারণ যিনি আমার দলেই আসার কথা ভাবছেন, তাঁর কাছে আমি সাহায্য চাইতে পারি বলে মনে হয়েছিল।”

কল্যাণের সাংবাদিক সম্মেলনের কয়েক মিনিটের মধ্যেই কুণাল পাল্টা দাবি করেন, “উনি বলেছেন, প্রার্থী হিসাবে আমাকে ফোন করেছিলেন। কিন্তু আমি তো মানিকতলার ভোটারই নই। তাই ভোট চেয়ে আমাকে ফোনের কোনও মানেই হয় না। আসলে তৃণমূলের ভোট ম্যানেজার বলেই আমাকে ফোন করেছিলেন।”

Related Articles