Sambad Samakal

Modi-Rahul: বিদেশ সফরে মোদি, অশান্ত মণিপুরে রাহুল! কী আর্জি প্রধানমন্ত্রীকে?

Jul 9, 2024 @ 2:10 pm
Modi-Rahul: বিদেশ সফরে মোদি, অশান্ত মণিপুরে রাহুল! কী আর্জি প্রধানমন্ত্রীকে?

বিদেশ সফরে মোদি, অন্যদিকে অশান্ত মণিপুরের আম জনতার মাঝে কংগ্রেস সাংসদ তথা দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এদিন হিংসা বিধ্বস্ত মণিপুরের একাধিক এলাকা পরিদর্শন করেন রাহুল। কথা বলেন আম জনতার সঙ্গেও।

রাশিয়ায় বিদেশ সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে সংবাদমাধ্যমের সামনে রাহুল বলেন, “মণিপুরে প্রধানমন্ত্রী একবার অন্তত আসুন। তিনি তা না করে বিদেশে ঘুরছেন। আমরা মণিপুরের হিংসা বিধ্বস্ত জনগণের পাশে রয়েছি।”

Related Articles