উত্তরবঙ্গে ফের ভারী বর্ষণের পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস! জানা যাচ্ছে, বুধবার ও বৃহস্পতিবার ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিংয়ে। ফলে তিস্তার জল বেড়ে সড়ক যোগাযোগ বন্ধের আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, সিকিম ও ভুটান পাহাড়ে অবিরাম বর্ষণ চলছে। ফলে পাহাড়ি এলাকাগুলোতে ধস নামারও প্রবল সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে বিপর্যয় মোকাবিলা বাহিনী সহ জরুরি সমস্ত পরিষেবাকে সতর্ক করা হয়েছে প্রশাসনের তরফে। তিস্তা অববাহিকার নীচু এলাকাগুলোর বাসিন্দাদেরও নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।