চলতি বছরের ২২ জানুয়ারি মহা ধূমধাম করে অযোধ্যায় প্রতিষ্ঠিত হয়েছিল রামমন্দির। আর সেই দিনটিকে স্মরণে রেখেই ২২ জানুয়ারি রামলালা দিবস পালনের সিদ্ধান্ত নিল রাজস্থান সরকার। জানা যাচ্ছে, রাজ্যের সমস্ত স্কুলে-স্কুলে ওই দিন ছুটও দেওয়া হবে। পড়ুয়াদের নিয়ে হবে বিশেষ অনুষ্ঠান।
বসে আঁকো প্রতিযোগিতা থেকে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। এমনকী ওইদিন একে অপরকে রাখিও পরাবে পড়ুয়ারা। রাজস্থানের স্কুল শিক্ষা দফতরের দাবি, পড়ুয়াদের মধ্যে সাংস্কৃতিক ও আধ্যাত্মিক চেতনা বাড়ানোর জন্যই এই রামলালা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।