উপনির্বাচনের দুপুরে বাগদা ‘আক্রান্ত’ বিজেপি প্রার্থী! ছাপ্পা ভোটের অভিযোগ পেয়ে ১৮৮ নম্বর বুথে আসেন বিজেপি প্রার্থী। সেই সময়ে বিজেপি প্রার্থীকে ধাক্কাধাক্কি শুরু করেন তৃণমূল কর্মীদের একাংশ।
এমনকী বাগদার বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসকে বেশ কিছুটা তাড়া করে নিয়ে যান তৃণমূল কর্মীরা। এরপরে ইঁট ছুঁড়ে তাঁর গাড়ি ভেঙে দেওয়া হয়। আক্রান্ত হয় সংবাদমাধ্যমও। এই ঘটনায় ইতিমধ্যেই জেলা পুলিশের কাছ থেকে অ্যাকশান টেকেন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। বিজেপি প্রার্থীর কাছে বিশেষ নিরাপত্তা দল পাঠানো হয়েছে বাগদা থানার পক্ষ থেকে।