কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারধর করার অভিযোগ তুলে বাগদার বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের! ডিহিলদহ এলাকার তৃণমূল কর্মীদের দাবি, কোনও কারণ ছাড়াই বিজেপি কেন্দ্রীয় বাহিনী দিয়ে তৃণমূল কর্মীদের মার খাওয়াচ্ছে।
এই অভিযোগে বিজেপি প্রার্থীকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত হয় বিশাল কেন্দ্রীয় বাহিনী। আপাতত পরিস্থিতি শান্ত হলেও, চাপা উত্তেজনা রয়েছে গোটা এলাকায়।