বুধবার সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ নিয়েই শুরু হয়েছে রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। রাণাঘাট দক্ষিণ, বাগদা, রায়গঞ্জ ও মানিকতলায় ভোটগ্রহণ পর্ব চলছে। যদিও চার কেন্দ্রেই সকাল থেকে এখনও পর্যন্ত ভোটারদের উপস্থিতির হার অত্যন্ত কম।
বিজেপির অভিযোগ, রাণাঘাট দক্ষিণ কেন্দ্রের বিভিন্ন এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের ভয়া দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস। এমনকী মহিলা বিজেপি এজেন্টকে মারধর করারও অভিযোগ উঠেছে। চারটি বিধানসভা কেন্দ্রেই প্রয়োজনীয় নিরাপত্তা দিতে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। রায়গঞ্জ, বাগদা বা মানিকতলা কেন্দ্র থেকে এখনও কোনও গুরুতর অভিযোগের কথা সামনে আসেনি।