মানিকতলা, বাগদা, রাণাঘাট দক্ষিণ ও রায়গঞ্জে সন্ধ্যে ৬টায় আনুষ্ঠানিক ভাবে শেষ হয়েছে ভোটগ্রহণ পর্ব।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বিকেল ৫টা পর্যন্ত রাণাঘাট দক্ষিণে ভোট পড়েছে ৬৫.৩৭ শতাংশ, বাগদায় ভোট পড়েছে ৬৫.১৫ শতাংশ, রায়গঞ্জে ভোট পড়েছে ৬৭.১২ শতাংশ ও মানিকতলায় ভোট পড়েছে ৫১.৩৯ শতাংশ। যদিও বেশ কিছু বুথে সন্ধ্যে ৬টার পরেও ভোটগ্রহণ চলছে, ফলে কিছুটা বাড়তে পারে ভোট শতাংশের হিসেবও।