বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই বুধবার সকাল থেকে রাজ্যের চার কেন্দ্রে চলছে উপনির্বাচন। কমিশন সূত্রে খবর, বেলা সাড়ে ১১টা পর্যন্ত চারটি কেন্দ্র থেকে মোট ২৬টি অভিযোগ জমা পড়েছে। সবগুলি অভিযোগের ক্ষেত্রেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
কমিশন সূত্রে খবর, সবথেকে বেশি মোট ২০টি অভিযোগ জমা পড়েছে রাণাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে। এছাড়াও বাগদা, রায়গঞ্জ ও মানিকতলা থেকেও বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে বিরোধী সিপিএম, বিজেপি, কংগ্রেসের তরফে।