Sambad Samakal

Election: মানিকতলায় বিজেপি প্রার্থীকে ঘিরে ‘চোর’ স্লোগান! মা’কে সাহায্য তৃণমূল কাউন্সিলরের

Jul 10, 2024 @ 3:43 pm
Election: মানিকতলায় বিজেপি প্রার্থীকে ঘিরে ‘চোর’ স্লোগান! মা’কে সাহায্য তৃণমূল কাউন্সিলরের

কলকাতার মানিকতলায় উপনির্বাচন চলাকালীন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ঘিরে ধরে ‘চোর চোর’ স্লোগান তৃণমূল কর্মীদের। অন্যদিকে, কল্যাণ চৌবের মা’কে ভোট দিতে সাহায্য করলেন তৃণমূল কাউন্সিলর তথা তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডের নির্বাচনী এজেন্ট অনিন্দ্য রাউত!

এদিন সকাল থেকে কাঁকুড়গাছি, ফুবলাবাগানের একাধিক বুথের সামনে পৌঁছতেই কল্যাণকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। ‘চোর চোর’ স্লোগানও ওঠে। কোনক্রমে নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে সরিয়ে নিয়ে যান।

অন্যদিকে দেখা যায়, উল্টোডাঙায় বিজেপি প্রার্থীর মা’কে ভোট দেওয়ার সময় সাহায্য করলেন তৃণমূল কাউন্সিলর অনিন্দ্য রাউত। ভোটার লিস্ট খুঁজে সিরিয়াল নম্বর বের করে দেন। তৃণমূল কাউন্সিলরকে এজন্য ধন্যবাদও জানান কল্যাণ চৌবের মা।

Related Articles