Sambad Samakal

Football: নয়া প্রতিভার খোঁজ! কী উদ্যোগ শতাব্দী প্রাচীন ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের?

Jul 10, 2024 @ 11:29 am
Football: নয়া প্রতিভার খোঁজ! কী উদ্যোগ শতাব্দী প্রাচীন ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের?

বাঙালির রক্তে রয়েছে ফুটবল খেলা। তবে ইদানিং ময়দানে সফল বাঙালি ফুটবলারের সংখ্যা ক্রমশ কমছে। আর তার নয়া প্রতিভার অন্বেষণল দু’দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিল কলকাতা ময়দানের শতাব্দী প্রাচীন ইউনিয়ন স্পোর্টিং ক্লাব। সহযোগিতায় ছিল কলকতা সোশ্যাল প্রজেক্ট নামের স্বেচ্ছাসেবী সংস্থা।

বিগত ৬ ও ৭ ই জুলাই, এই দুইদিন ব্যাপী এক ফুটবল প্রতিযোগিতার শেষে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় বেলেঘাটায় বালির মাঠে। ফাইনালের আগে ছিল মেয়েদের প্রদর্শনী ম্যাচও।

ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন আইএফএর-এর সচিব অনির্বাণ দত্ত। বৃষ্টি বিঘ্নিত পরিবেশ, সঙ্গে কর্দমাক্ত মাঠ, তার মধ্যেই এই প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল রীতিমতো জমজমাট হয়ে ওঠে। একদিকে চলছে ইউরো ও অন্যদিকে কোপা আমেরিকা, তাস্বত্বেও মাঠে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ম্যাচের পরতে পরতে ছিল উত্তেজনা। ফাইনাল অনুষ্ঠিত হয় কাঁকুরগাছি বিবেকানন্দ বালক সংঘ ও এডি ৩৫ ফুটবল একাডেমির মধ্যে। শেষপর্যন্ত ২-০ গোলে কাঁকুরগাছি বিবেকানন্দ বালক সংঘ চ্যাম্পিয়ন হয়।

উদ্যোক্তা ও আয়োজকদের মধ্যে উপস্থিত ছিল কলকাতা সোশ্যাল প্রজেক্টের অর্জুন দত্ত, সিইও মোহনা দত্ত, ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ছিলেন শিবাজী দত্ত, সৌম্য দত্ত, অমিতাভ আড্ডি, সঞ্জয় দে, অরুন কুমার রায়। বিশিষ্ট খেলোয়াড় হিসেবে উপস্থিত ছিলেন সুখেন সেনগুপ্ত ও বর্তমান ভারতীয় খেলোয়াড় গুরপ্রিত সিংহ।

Related Articles