মানিকতলা বিধানসভা উপনির্বাচনের দিনও কুণাল-কল্যাণের বাকযুদ্ধ চরমে! এদিন সংবাদমাধ্যমের সামনে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে দাবি করেন, ২০১৮-১৯ সালে কুণাল ঘোষ বিজেপিতে যোগ দিয়ে মুখপাত্র হওয়ার জন্য তাঁর কাছে দরবার করেছিলেন। সরাসরি মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেতাদের বিরুদ্ধে মুখ খোলার কথা বলেছিলেন। যদিও তৎকালীন বিজেপি রাজ্য নেতৃত্ব, কুণালকে দলে নিতে অস্বীকার করে বলেও দাবি কল্যাণের।
এরপরেই পাল্টা কুণাল ঘোষকে দাবি করেন, ২০১৮-১৯ সালে মোহনবাগানের নির্বাচনকে কেন্দ্র করে বেশ কয়েকবার কল্যাণ চৌবের বাড়িতে গিয়েছিলেন তিনি। তবে তা বিজেপিতে যোগ দেওয়ার জন্য নয়। কারণ ওই সময়েই কেন্দ্রীয় সরকারের দেওয়া টেলিফোন অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছিলেন। এখন মানিকতলায় হারের ভয়ে পাগলের প্রলাপ বকছেন কল্যাণ, এমনটাই দাবি তৃণমূল নেতা কুণাল ঘোষের।