বিবাহ বিচ্ছেদের পরে খোরপোষ চাওয়া মুসলিম মহিলাদের ‘অধিকার’। বুধবার এমনই ঐতিহাসিক রায় দিল সুপ্রিমকোর্ট।
এদিন দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিল, ফৌজদারি কার্যবিধির ১২৫ অনুচ্ছেদ অনুযায়ী মুসলিম মহিলারাও বিবাহ বিচ্ছেদের পরে খোরপোষের দাবি করতে পারেন। বিচারপতি বিভি নাগরত্ন ও অগাস্টিন জর্জ মাসিহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, এই অধিকার থেকে মুসলিম মহিলাদের কোনও যুক্তিতেই বঞ্চিত করা যাবে না।
প্রসঙ্গত, শাহ বানো মামলার পরিপ্রেক্ষিতে নিজের স্ত্রীকে খোরপোষ না দেওয়ার দাবি নিয়ে সুপ্রিমকোর্টের দারস্থ হয়েছিলেন এক ব্যক্তি। সেই মামলাতেই টদিন যুগান্তকারী রায় দিল দেশের সর্বোচ্চ আদালত।