কেন্দ্রীয় এজেন্সি সিবিআইয়ের অপব্যবহারের অভিযোগে দেশের সর্বোচ্চ আদালতের দারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। বুধবার সেই মামলার শুনানিতে সুপ্রিমকোর্টের ডিভিশন বেঞ্চ কার্যত রাজ্যের অভিযোগকেই মান্যতা দিল!
জানা যাচ্ছে, এদিনের শুনানিতে রাজ্যের যুক্তি ছিল, সিবিআই সরকারের কোনও অনুমতি না নিয়ে এফআইআর দায়ের করে তদন্ত চালাচ্ছে। যা বেআইনি। তদন্ত ও এফআইআর-এর আগে রাজ্যের অনুমতি নেওয়া প্রয়োজন। সুপ্রিমকোর্ট রাজ্যের এই যুক্তি মেনে নিয়ে সিবিআইয়ের কাজের কড়া সমালোচনা করে। আগামী ১৩ অগাস্ট ফের এই মামলার শুনানির দিন ধার্য হয়েছে।