আড়িয়াদহ কাণ্ডে বৃহস্পতিবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বই উড়ে যাওয়ার আগে প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংহকে কার্যত নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো।
এদিন মমতা বলেন, “২০১১ সালের ঘটনা নিয়ে ভোট ড্যামেজ করার জন্য ৭২ ঘণ্টা ধরে একই জিনিস দেখানো হচ্ছে। সেই সময় অর্জুন সিং সাংসদ ছিল। যারা ঘটিয়েছে, তারা জেলে। ২৯ জন অ্যারেস্ট হয়েছে। পুলিশের কাছ থেকে তথ্য জানুন! এখন আবেদন জানাচ্ছি, কাজ না হলে আইনানুগ ব্যবস্থা নেব।”
পাল্টা প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, “কামারহাটি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে না। মিথ্যে দোষারোপ করছেন মুখ্যমন্ত্রী।”