Sambad Samakal

Mamata: মুম্বই সফরে মমতা, কাদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা?

Jul 11, 2024 @ 10:46 am
Mamata: মুম্বই সফরে মমতা, কাদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা?

মুকেশ আম্বানির ছেলের বিয়েতে যোগ দিতে আজ অর্থাৎ বৃহস্পতিবারই মুম্বইয়ে উড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, আগামীকাল শুক্রবার আম্বানির ছেলের বিয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেবেন মমতা। পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকেরও পরিকল্পনা রয়েছে তাঁর।

নবান্ন সূত্রে খবর, এদিন মুম্বই পৌঁছে শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের বাড়িতে যেতে পারেন মমতা। লোকসভা ভোট পরবর্তী পরিস্থিতি ও ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে। শুক্রবার এনসিপি নেতা শরদ পাওয়ারের মুখোমুখি হতে পারেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী।

Related Articles