Sambad Samakal

Trees: তিলোত্তমায় বিপজ্জনক হারে কমছে গাছের সংখ্যা! কী আবেদন পরিবেশবিদদের?

Jul 11, 2024 @ 10:30 am
Trees: তিলোত্তমায় বিপজ্জনক হারে কমছে গাছের সংখ্যা! কী আবেদন পরিবেশবিদদের?

তিলোত্তমা কলকাতায় বিপজ্জনক হারে কমছে গাছের সংখ্যা! সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, শহর কলকাতায় এক জন নাগরিকপিছু গাছের সংখ্যা ০.০০৬! সামগ্রিকভাবে কলকাতা ও আশেপাশের জনসংখ্যা প্রায় দেড় কোটিরও বেশি। সেখানেই গাছ রয়েছে মেরেকেটে ১ লক্ষ। শুধু কলকাতা নয়, গোটা দেশেই নিরিখেই পরিস্থিতি অত্যন্ত জটিল। ১৪০ কোটি নাগরিকের ভারতে খুব বেশি হলে মোট ৩৫ কোটি গাছ রয়েছে।

যদিও পশ্চিমের উন্নত দেশগুলোর পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ আলাদা। যেমন কানাডায় মাথাপিছু গাছ রয়েছে ৮ হাজার ৯৫৩টি। রাশিয়ায় পাথাপিছু গাছ রয়েছে ৪ হাজার ৪৬১টি। ৩ হাজার ২৬৬টি গাছ মাথাপিছু রয়েছে অস্ট্রেলিয়াতেও। আর ভারতে এই মুহূর্তে মাথাপিছু গাছের সংখ্যা হল মাত্র ২৮টি।

পরিবেশবিদদের দাবি, ভারতের ১৪০ কোটি নাগরিকরা যদি একটি করেও গাছ লাগান, তাহলেই গোটা দেশের পরিস্থিতি পাল্টে যেতে পারে। আগামী কয়েক প্রজন্মের জন্য অক্সিজেনের অভাব মিটিয়ে দেওয়া যেতে পারে বৃক্ষরোপণ করে।

এই বিষয়ে পরিবেশ-প্রযুক্তিবিদ সৌমেন্দ্র মোহন ঘোষ জানান, “কলকাতার নাগরিকরা জন প্রতি একটা করে গাছ লাগলেও, এক কোটির বেশি গাছ লাগানো সম্ভব। তবে সচেতন ভাবে এই বিষয়ে উদ্যোগ নেওয়া প্রয়োজন। নাহলে আগামী প্রজন্মের জন্য ভয়ংকর বিপদ অপেক্ষা করছে।”

Related Articles