ভয়াবহ বন্যায় বিধ্বস্ত অসম! সরকারি হিসেবে অনুযায়ী অসমের ২৪টি জেলা এই মুহূর্তে বন্যা কবলিত। ১২ লক্ষেরও বেশি মানুষ বন্যায় বিপর্যস্ত।
এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৯০ ছাড়িয়েছে। ঘরছাড়া বহু মানুষ। ত্রাণ শিবিরগুলোতে কার্যত সব হারানো নাগরিকদের হাহাকার। এখনও লাগাতার জল বাড়ছে ব্রহ্মপুত্র নদীর। জলে তলায় রয়েছে ২ হাজার ৪০৬টি গ্রাম। প্রায় ৩২ হাজার হেক্টর চাষের জমি বন্যার জলের তলায়। এই পরিস্থিতিতে অসম সরকারকে সবরকমের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্রীয় সরকার।