মানিকতলা উপনির্বাচনে ৮৯টি বুথে ছাপ্পা ভোট হয়েছে। শনিবার ভোট গণনার দিন এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। তাঁর আরও দাবি, অধিকাংশ বুথেই বিজেপি এজেন্টদের বসতে দেওয়া হয়নি। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখলেই এই অভিযোগ প্রমাণ হয়ে যাবে।
যদিও পাল্টা তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডের দাবি, মানিকতলায় রেকর্ড পরিমাণ ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে। কারণ ৯টা টার্মে প্রয়াত প্রাক্তন বিধায়ক সাধন পাণ্ডে মানুষের জন্য কাজ করেছেন। হেরে যাওয়ার পরে, নিজের মুখ রক্ষা করতে এখন বিজেপি প্রার্থী মিথ্যে দোষারোপ করছেন।