কড়া নিরাপত্তার মাঝে শনিবার সকাল থেকে শুরু হয়েছে রাজ্যের চার উপনির্বাচনের গণনার কাজ। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, এখনও পর্যন্ত তিনটি আসনেই এগিয়ে রয়েছে শাসক দল তৃণমূল। একটি মাত্র আসনে এগিয়ে রয়েছে বিরোধী বিজেপি।
জানা যাচ্ছে, রায়গঞ্জ আসনে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী ১৬ হাজারেরও বেশও ভোটে এগিয়ে রয়েছে। অন্যদিকে, উত্তর চব্বিশ পরগনার বাগদায় তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর ও কলকাতার মানিকতলায় এগিয়ে রয়েছেন সুপ্তি পাণ্ডে। শুধুমাত্র রাণাঘাট দক্ষিণ আসনে এখনও পর্যন্ত এগিয়ে রয়েঢ়েন বিজেপি। যদিও তৃণমূলের দাবি, ভোট গণনা আরও এগোলে পরিস্থিতি পাল্টে যেতে পারে।