Sambad Samakal

INDIA-BJP: দেশজুড়ে উপনির্বাচনে ধরাশায়ী বিজেপি! কত আসনে জয় ইন্ডিয়া শিবিরের?

Jul 13, 2024 @ 2:48 pm
INDIA-BJP: দেশজুড়ে উপনির্বাচনে ধরাশায়ী বিজেপি! কত আসনে জয় ইন্ডিয়া শিবিরের?

পশ্চিমবঙ্গ সহ দেশজুড়ে ৮ রাজ্যের উপনির্বাচনে ধরাশায়ী বিজেপি! মোট ১৩ আসনের মধ্যে অন্তত ১০টিতেই জয় পেয়েছে বিরোধী ইন্ডিয়া শিবির। বিজেপির ঝুলিতে ২টি ও জোটসঙ্গী জেডিইউ’র ঝুলিতে ১টি আসন রয়েছে।

জানা যাচ্ছে, পাঞ্জাবে বিজেপিকে পরাস্ত করেছে আম আদমি পার্টি। হিমাচলে ৩টি আসনের মধ্যে ২টিতেই জিতেছে হাত শিবির। তামিলনাড়ুতে জিতেছে ডিএমকে। বিহারে নীতিশ কুমারের জেডিইউ জিতেছে। মধ্যপ্রদেশে বিজেপিকে কড়া টক্কর দিয়েছে কংগ্রেস। সবমিলিয়ে দেশজুড়ে উপনির্বাচনের ফলের নিরিখে নিজেদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হল ইন্ডিয়া জোট।

Related Articles