কলকাতা নাইট রাইডার্সের নয়া দায়িত্বে এলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামী! মহিলাদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্বে এলেন ঝুলন। ফলে কার্যত উচ্ছসিত তিনি।
এপ্রসঙ্গল ঝুলন বলেন, “এতবড় ফ্রানচাইজির দায়িত্ব নিতে পেরে আমি গর্বিত। মেন্টর হিসেবে আমার কাজ খুব কঠিন। সেই কাজ করার জনঢ়ই মুখিয়ে রয়েছি।”