আড়িয়াদহ-কামারহাটি সহ উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় জয়ন্ত সিংহ গ্যাংয়ের তাণ্ডব নিয়ে তোলপাড় গোটা বাংলা। এই পরিস্থিতিতে গুণ্ডারাজের বিরুদ্ধে সরব হলেন খোদ কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। এমনকী সরাসরি হুঁশিয়ারিও দিলেন দলীয় কাউন্সিলরদের।
একুশে জুলাইয়ের সমর্থনে একটি কর্মীসভা থেকে মদনের বার্তা, “একটা ঘটনাকে কেন্দ্র করে কামারহাটির নামে চুনকালি পড়ে গিয়েছে। যে কাউন্সিলররা দলের কথা না শুনে নিজেদের মত চলছেন, তাদের বলছি ঘুমিয়ে পড়ুন। এক বছর পরে আপনাদের ঘুমিয়ে পড়তে হবে। আড়িয়াদহ, বেলঘরিয়ায় গুণ্ডারাজ বন্ধ করতে পুলিশ কমিশনারের অফিসে মিছিল গেলে, আমি সবার আগে যাব। পুলিশ কমিশনারের অফিসের সামনে গিয়ে হাজিরা দেব।”