শনিবারই রাজ্যের ৪ আসনে বিপুল ভোটে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। আর তাতেই কার্যত উচ্ছসিত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুম্বই থেকে দমদম বিমানবন্দরে নেমেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মা-মাটি-মানুষকে ধন্যবাদ জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেন, “চারটের চারটেতেই আমরা জিতেছি। মানিকতলা আমাদেরই ছিল। কিন্তু বাকি তিনটে আসনই বিধানসভা-লোকসভায় বিজেপির ছিল। সেই আসনগুলোও আমরা জিতেছি। রায়গঞ্জের বিজেপি বিধায়ক ছিল কৃষ্ণ কল্যাণী। আমাদের দলে আসার পরে ওঁকে লোকসভায় দাঁড় করিয়েছিলাম। লোকসভায় বিজেপি-কংগ্রেস-সিপিএম ষড়যন্ত্র করে হারিয়েছিল। আমি তখনই বলেছিলাম, তোমাকে জিততেই হবে। মুকুটমণিও তাই, আমাদের দলে আসার পরে লোকসভায় হেরেছিল। এবার বিধানসভা উপনির্বাচনে জিতল। আর বাগদায় আমাদের সবথেকে কমবয়েসি মধুপর্ণা, মমতাবালার মেয়েকে দাঁড় করিয়েছিলাম। ও ভালো ভাবে জিতেছে।”