মতয়াগড় বাগদায় ৩৩ হাজারেরও বেশি ভোটে জয় পেলেন ঠাকুর বাড়ির সদস্য তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। নিজের সবথেকে কাছের প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাসকে হারিয়ে জয়ী হলেন মধুপর্ণা।
প্রসঙ্গত, সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বাগদা বিধানসভায় প্রায় ২০ হাজার ভোটে এগিয়ে ছিল বিজেপি। কিন্তু বিধানসভা উপনির্বাচনে সেই পিছিয়ে থাকা কোনও ফ্যাক্টরই হল না শেষপর্যন্ত। মতুয়াগড় বাগদার দখল নিল তৃণমূল কংগ্রেস। রাজ্য বিধানসভার কনিষ্ঠতম সদস্য হিসেবে বিধায়ক নির্বাচিত হলেন মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা।