মানিকতলায় রেকর্ড পরিমাণ ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রয়াত প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী সাধন পাণ্ডে। বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ৬২ হাজার ৩১২ ভোটে পরাজিত করলেন তিনি।
তৃণমূলের এই বিপুল জয় প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, “মানিকতলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে ভরসা রেখেছেন। বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন। এক প্রকারে প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের প্রতি শ্রদ্ধাঞ্জলি দেওয়া হল। অত্যন্ত পরিকল্পিত ভাবে তৃণমূল কংগ্রেস কর্মীরা ভোটে প্রচার করেছেন ও মানুষের আস্থা অর্জন করেছেন।”