Sambad Samakal

Donald Trump: ট্রাম্পের ওপরে প্রাণঘাতী হামলা! খতম ১, নেপথ্যে কারা?

Jul 14, 2024 @ 11:31 am
Donald Trump: ট্রাম্পের ওপরে প্রাণঘাতী হামলা! খতম ১, নেপথ্যে কারা?

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপরে প্রাণঘাতী হামলা! জানা যাচ্ছে, পেনসিলভেনিয়ায় নির্বাচনী জনসভা চলাকালীনই গুলি চালানো হয় ট্রাম্পকে লক্ষ্য করে। কান ঘেঁষে বেরিয়ে যায় সেই গুলি। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, আঘাত খুব একটা গুরুতর নয় বলেই খবর।

এই ঘটনার পরেই পুলিশের গুলিতে আততায়ীর এক সঙ্গী খতম হয়। মার্কিন প্রশাসন সূত্রে খবর, এখনও কোনও জঙ্গি সংগঠন সরাসরি হামলার দায় স্বীকার না করলেও, জোরকদমে চলছে তদন্ত। নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের। এই ঘটনার তীব্র নিন্দা করেছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ গোটা বিশ্বের রাজনৈতিক নেতৃত্ব।

Related Articles