Sambad Samakal

Kunal Ghosh: সৌজন্যের নজির! ‘পরাজিত’ কল্যাণকে কী উপহার কুণালের?

Jul 14, 2024 @ 2:59 pm
Kunal Ghosh: সৌজন্যের নজির! ‘পরাজিত’ কল্যাণকে কী উপহার কুণালের?

বঙ্গ রাজনীতিতে সৌজন্যের নজির! মানিকতলায় ৬২ হাজারেরও বেশি রেকর্ড মার্জিনে ‘পরাজিত’ হয়েছেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। আর তাঁকেই এক হাঁড়ি মিষ্টি ‘উপহার’ হিসেবে পাঠালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

জানা যাচ্ছে, মানিকতলার রেজাল্ট আউটের পরে রাতেই কল্যাণের মানিকতলার বাড়িতে মিষ্টি পাঠান কুণাল। তাঁর দাবি, হারের ‘সান্ত্বনা পুরস্কার’ হিসেবেই এই উপহার। যদিও কুণালের এই সৌজন্যের রাজনীতি প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া জানাননি কল্যাণ চৌবে।

প্রসঙ্গত, উপনির্বাচনের ঠিক আগের দিন কল্যাণের বিরুদ্ধে ফোন করে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার প্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছিলেন কুণাল ঘোষ। যা নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। একপ্রকার ‘মিষ্টি সৌজন্যে’ই সেই বিতর্কে ইতি টানলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

Related Articles