প্রবল বর্ষণে বিপর্যস্ত মুম্বই শহর! জানা যাচ্ছে, মুম্বইয়ের কোলাবা, ওয়ারলি, আন্ধেরি সহ বিভিন্ন এলাকার রাস্তা কার্যত জলের তলায় চলে গেছে। সম্পূর্ণ ভেঙে পড়েছে স্বাভাবিক জনজীবন।
মৌসম ভবনের তরফে মুম্বই সহ মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় আগামী কয়েক দিনেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। জারি হয়েছে লাল সতর্কতা। এই পরিস্থিতিতে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে তৈরি রাখা হয়েছে।