১৯৮৫ সালের পরে ২০২৪-এর ১৪ জুলাই। খোলা হল পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের দরজা। ৩৯ বছর পরে রহস্যে মোড়া রত্ন ভাণ্ডার খুলতেই, সকলের মনে একটাই প্রশ্ন, ঠিক কী আছে ভেতরে? রবিবার ঠিক দুপুর ১.২৮ মিনিটে জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের দরজা খোলা হয়।
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, জগন্নাথ দেবের বৈদূর্য মণি, নীলকান্ত মণি সহ বিভিন্ন ঐতিহাসিক ও প্রাচীণ মণিমাণিক্য রয়েছে রত্ন ভাণ্ডারে। জানা যাচ্ছে, আপাতত রত্ন ভাণ্ডারের বাইরের দরজা খোলা হয়েছে। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার নানান বহুমূল্য গয়না ও অলঙ্কার আপাতত বিশেষ বাক্সে ভরে স্ট্রং রুমে রাখা হচ্ছে। ভিতর ভাণ্ডার প্রায় ৪৬ বছর পরে খোলা হচ্ছে। আগে যা সামগ্রী ছিল, তার সঙ্গে বর্তমান তালিকা মিলিয়ে দেখা হচ্ছে। নিয়ে আসা হয়েছে অভিজ্ঞ স্বর্ণকারদেরও।
জগন্নাথ দেবের রত্ন ভাণ্ডারে কী আছে তা জানতে মন্দির চত্বরে ভিড় করেছেন উৎসুক জনতা। সিসি ক্যামেরা সহ কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা মন্দির চত্বর।