Sambad Samakal

Rabindra Sarobar: লেকের বদলে খেলা হোক স্টেডিয়ামে! সেলিব্রিটিদের কী পরামর্শ পরিবেশবিদদের?

Jul 14, 2024 @ 7:49 am
Rabindra Sarobar: লেকের বদলে খেলা হোক স্টেডিয়ামে! সেলিব্রিটিদের কী পরামর্শ পরিবেশবিদদের?

সেলেব্রিটি ক্রিকেট লিগের জন্য ‘কলকাতার ফুসফুস’ রবীন্দ্র সরোবরের মাঠ ভাড়া দেওয়া নিয়ে বিতর্ক চলছেই। আর এবার সেলিব্রিটি ক্রিকেট লিগ আয়োজকদের নয়া পরামর্শ দিলেন লেকপ্রেমী পরিবেশবিদরা।

প্রসঙ্গত, কেএমডিএ-র কাছ থেকে রবীন্দ্র সরোবরের মাঠ ভাড়া নেওয়ার চুক্তিতেই বলা রয়েছে যে সেখানে কোনও ধরনের স্থায়ী বা অস্থায়ী নির্মাণ করা যাবে না। পরিবেশবিদদের প্রশ্ন, ড্রেসিং রুম, ওয়াশ রুম, জল-আলোর ব্যবস্থা ছাড়া কীভাবে রবীন্দ্র সরোবরে ক্রিকেট প্র্যাক্টিস করবেন সেলিব্রিটিরা? কেন মাত্র ২০০ মিটার দূরে থাকা রবীন্দ্র সরোবর স্টেডিয়ামকে প্র্যাক্টিসের জন্য ব্যবহার করা হবে না? যেখানে ড্রেসিং রুম, ওয়াশ রুম, জল-আলো সহ সমস্ত ধরনের ব্যবস্থা রয়েছে। এর ফলে লেকের পরিবেশও বাঁচবে আর খেলাও সুষ্ঠভাবে হবে।

এপ্রসঙ্গে পরিবেশ-প্রযুক্তিবিদ সৌমেন্দ্র মোহন ঘোষ বলেন, “প্রাকৃতিক ব্যবস্থাকে সহনশীল রেখে মানুষের জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক সম্পদ এবং বাস্তু সেবা নিশ্চিত করাই টেকসই উন্নয়নের লক্ষ্য। জাতীয় সরোবরের জীব বৈচিত্র সুরক্ষিত রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা করা কেএমডিএ’র মতো কাস্টডিয়ানের মূল কর্তব্য হওয়া উচিত।”

Related Articles