লোকসভা ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে রবিবার সকালে কলকাতার রাজভবনের সামনে ধরনায় বসলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গেই মঞ্চে রয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ কৌস্তুভ বাগচি, তাপস রায় সহ রাজ্য বিজেপির একাধিক নেতৃত্ব।
এদিন শুভেন্দুর সঙ্গেই ধরনায় রয়েছেন বিভিন্ন জেলা থেকে আসা ‘আক্রান্ত’ বিজেপি কর্মীরা। বিরোধী দলনেতার অভিযোগ, লোকসভা ভোটের পর থেকেই শাসক দল তৃণমূলের লাগামহীন সন্ত্রাসের জেরে কয়েক হাজার বিজেপি কর্মী ঘরছাড়া। অবিলম্বে সেই সমস্ত ঘটনার সুবিচার করতে হবে। মঞ্চে বক্তব্য রাখেন নির্যাতিত বিজেপি কর্মীরাও। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এদিনের ধরনা শুরু হয়েছে সকাল দশটা থেকে, শেষ হবে বিকেল চারটেয়।