রাজ্য পুলিশের ডিজি পদে ফের রববদল! লোকসভা ভোটের আগে আউপিএস অফিসার রাজীব কুমারকে ডিজি পদ থেকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। ভোট মিটতেই ফের রাজীব কুমারকেই রাজ্য পুলিশের ডিজি পদে বসাল নবান্ন।
জানা যাচ্ছে, বর্তমান রাজ্য পুলিশের ডিজি সঞ্জয় চট্টোপাধ্যায়কে দমকলের ডিজি পদে বসানো হয়েছে। রাজ্য মন্ত্রিসভার সুপারিশে সোমবার এমনই বিজ্ঞপ্তি প্রকাশ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।