চব্বিশের লোকসভা নির্বাচনে রেকর্ড ভোটের মার্জিনে ডায়মন্ড হারবার আসন থেকে জিতেছেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই ভোটেই কিনা ব্যাপক কারচুপি হয়েছে! এই অভিযোগ তুলে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দারস্থ হলেন পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাস।
তাঁর দাবি, ডায়মন্ড হারবার আসনে পুর্ননির্বাচন করতে হবে। কারণ বিভিন্ন এলাকায় ইভিএম মেশিনে বিজেপির প্রতীক ঢেকে দেওয়া হয়েছিল। এমনকী ভোট লুঠের ছবি প্রকাশ্যে আসা রুখতে সিসি ক্যামেরার মুখ ঘুরিয়ে রাখা হয়েছিল বলেও অভিযোগ বিজেপির। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে এই ‘ইলেকশান পিটিশন’ দাখিল করার অনুমতি দেওয়া হয়েছে। মামলা দায়েরের সমস্ত প্রক্রিয়া শেষ হলেই, শুনানির মূল পর্ব শুরু হবে।