নির্বাচনী প্রচারের মাঝেই ফের কোভিড আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন! হোয়াইট হাউস সূত্রে এই খবর প্রকাশ্যে এসেছে। আপাতত প্রেসিডেন্ট বাইডেন নিভৃতবাসে থাকবেন বলে জানা গিয়েছে। ফলে আপাতত তাঁর সমস্ত রাজনৈতিক কর্মসূচী স্থগিত করে দেওয়া হয়েছে।
সূত্রের খবর, অনেক আগেই কোভিড প্রতিরোধী ভ্যাকসিনের বুস্টার ডোজ নিয়েছিলেন বাইডেন। তাসত্ত্বেও কীভাবে তিনি করোনা আক্রান্ত হলেন, সেই নিয়েও প্রশ্ন তুলছে বিভিন্ন মহল। তাহলে কি করোনা প্রতিরোধী ভ্যাকসিনের কোনও কার্যকারিতাই নেই! উঠছে সেই প্রশ্নও।