বিদ্যুৎ বিভ্রাটকে কেন্দ্র করে বৃহস্পতিবার কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মালদার মানিকচকের এনায়েতপুর এলাকা। পুলিশের ওপর গ্রামবাসীদের হামলা, পাল্টা পুলিশের গুলি চালানোর অভিযোগকে কেন্দ্র করে কার্যত তোলপাড় রাজ্য রাজনীতি। এই ঘটনায় এবার মুখ খুললেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস।
এদিন লিখিত প্রেস বিজ্ঞপ্তি জারি করে, অরূপ বিশ্বাস জানিয়ে দিলেন, মালদার সমস্যা কোনও লোডশেডিং জনিত কারণে নয়। আসলে মালদা পাওয়ার গ্রিড থেকে মানিকচক পর্যন্ত উন্নত মানের বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য আর মাত্র তিনটি টাওয়ারের কাজ বাকি রয়েছে। ইংলিশবাজার এলাকায় কিছু স্থানীয় মানুষের অসহযোগিতার কারণে টাওয়ার বসানোর কাজে এত দেরি হয়েছে। যার ফলে দীর্ঘদিন ধরে জিইয়ে রয়েছে সমস্যা। স্থানীয় পুলিশ, প্রশাসন, বিদ্যুৎ দফতর, সাধারণ মানুষ সকলের কাছে দ্রুত এই তিনটি টাওয়ার বসানোর কাজের জন্য সহযোগিতার আহ্বান জানিয়েছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী।
তাঁর আশ্বাস, দ্রুত টাওয়ার বসানোর কাজ সম্পন্ন করতে পারলে, ১৫ দিনের মধ্যে সমস্ত সমস্যার সমাধান করে দেবে রাজ্য বিদ্যুৎ দফতর।