মালদার মানিকচকের একাধিক এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের বিরুদ্ধে গ্রামবাসীদের বিক্ষোভে গুলি চালানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে! জখম অন্তত ২ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এই ঘটনার পর থেকেই কার্যত রণক্ষেত্রের আকার ধারণ করেছে গোটা এলাকা। ইতিমধ্যেই জেলা প্রশাসনের কাছ থেকে রিপোর্ট তলব করেছে নবান্ন।
জানা যাচ্ছে, এদিন সকালে বিদ্যুৎ বিভ্রাটের বিরুদ্ধে মানিকচকের চন্ডিপুর-এনায়েতপুরের রাস্তা অবরোধ করেন গ্রামবাসীরা। পুলিশ অবরোধ হটাতে গেলে, কার্যত সংঘর্ষ বেঁধে যায়। তখনই ভিড় ছত্রভঙ্গ করতে পুলিশের তরফে গুলি চালানো হয় বলে অভিযোগ। যদিও সংঘর্ষ থামাতে গিয়ে থানার আইসি সহ আহত হয়েছেন অন্তত ৭/৮ জন পুলিশকর্মীও।