চলতি মাসের শেষেই নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে রাজধানী দিল্লিতে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! জানা যাচ্ছে, আগামী ২৭ জুলাই নয়া দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক। আর সেখানেই উপস্থিত থেকে বাংলার দাবিদাওয়া নিয়ে সরব হতে পারেন মমতা।
প্রসঙ্গত, এর আগে একাধিকবার নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েও, তা এড়িয়ে গিয়েছেন মমতা। কখনও অর্থমন্ত্রী হিসেবে অমিত মিত্রকে পাঠিয়েছেন। তবে এবার তৃতীয় বারের জন্য মোদি সরকার ক্ষমতায় এলেও, আগের থেকে অনেকটাই আসন কমেছে তাদের। সংসদে ও সংসদের বাইরে ভালো লড়াই দিচ্ছে বিরোধী ইন্ডিয়া জোট। রাজনৈতিক মহলের একাংশের মতে, তাই এবার সরাসরি নীতি আয়োগের বৈঠকে উপস্থিত হয়ে নিজেই ‘হাতুড়ির ঘা’ দেওয়ার পরিকল্পনা করেছেন মমতা।